করোনার ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে এবারে নিয়মে আসছে বড়ো পরিবর্তন। জানা যাচ্ছে, এবারে একটি কোভি শিল্ড এর টিকা গ্রহণের মাত্র ৬ থেকে ৮ সপ্তাহের মাথায় নিতেই হবে দ্বিতীয় ডোজ। এতদিন পর্যন্ত দুটো ডোজের মধ্যে সময়ের ব্যবধান ছিল ২৮ দিন। অক্সফোর্ড এবং অস্ট্রোজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিনের এই ডোজের দিন পরিবর্তন করা হচ্ছে। তবে, এই নতুন সময় পরিবর্তন শুধু এই ভ্যাকসিনের জন্যই। কো ভ্যাকসিনের ক্ষেত্রে এই পরিবর্তন কাজ করছে না।


জানা যাচ্ছে, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এবং ভ্যাকসিন প্রশাসনের দায়িত্বে থাকা জাতীয় বিশেষজ্ঞদের গ্রুপ এই বিষয়টি খতিয়ে দেখছে। কেন্দ্র জানাচ্ছে, এই টিকার গ্রহণের পরে অনেক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর একের পর এক সামনে আসা শুরু হয়েছে। একাধিক ইউরোপীয় দেশে এই টিকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্র জানাচ্ছে, চিন্তার খবর কিছু এই টিকা নিয়ে নেই আপাতত। স্বাস্থ্যমন্ত্রীকে সচিব রাজেশ ভূষণ এই নির্দেশিকা সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এবারে আর ২৮ দিন না, কভিশিল্ড এর একটা ডোজ গ্রহণের পরে পরের ডোজ পাওয়া যাবে ৬ থেকে ৮ সপ্তাহ পরে।