মৃত সদ্যোজাতকে কোলে নিয়ে থানায় হাজির অসহায় বাবা। থানায় লিখিত অভিযোগ জানাতে চান। লোকাল থানায় গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। তাই উপায়ান্তর না পেয়ে মৃত সন্তানকে কোলে নিয়ে সটান এসপির সামনে উপস্থিত। সদ্যোজাতের মৃত্যুর বিচার চান তিনি।
রাস্তা দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন দম্পতি। স্ত্রী ৬ মাসের গর্ভবতী। আচমকাই দুই দুষ্কৃতীর আক্রমণ। সেই দুষ্কৃতীর আক্রমণে খুব আঘাত পান স্ত্রী। পেটে যন্ত্রণা ওঠে। বাধ্য হয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়। শারীরিক পরিস্থিতি বুঝে চিকিৎসক তাঁর অপারেশন করে। যদিও সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি।
অসহায় বাবা ধনীরাম চোখের জল ফেলতে ফেলতে স্থানীয় থানায় অভিযোগ জানাতে পৌঁছে যায়। যদিও অভিযোগ ধনীরামের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এমন অবস্থায় নিজের সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে স্বয়ং এসপির অফিসের সামনে উপস্থিত হন ধনীরাম। এসপিকে খুলে বলেন গোটা বিষয়টি। এসপি ধনীরামকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ধনীরামের কথানুযায়ী এলাকার দুই ব্যক্তি গুড্ডু এবং রামশ্যাম এই ঘটনা ঘটিয়েছে। আচমকাই তাঁর স্ত্রীর উপর চড়াও হয়ে উঠেছিল তাঁরা। ঘটনার পর ধনীরামের স্ত্রীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ধনীরাম স্ত্রীকে বাঁচাতে পারলেও নিজের সদ্যোজাত সন্তানকে বাঁচাতে পারেনি।