করোনা কারণে ২০১৯-২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ নির্ধারিত হলো ৩১ ডিসেম্বর ২০২০। আয়কর দপ্তর সূত্রে একটি বিজ্ঞপ্তি বের করে জানানো হলো এই খবর। একইসাথে জানানো হলো, যাদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন আছে তাঁরা আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে আয়কর রিটার্ন জমা করতে পারবেন। ১ লক্ষ টাকা পর্যন্ত ‘সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স’ দেওয়ার সময়সীমাও বেড়ে হয়েছে আগামী বছরের ৩১ জানুয়ারি।
করোনা পরিস্থিতিতে করদাতাদের স্বস্থি দিতে এর আগেও চারবার আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ পাল্টেছে আয়কর দপ্তর। প্রথমে ৩১ মার্চ পাল্টে হয় ৩০ জুন, তারপর সেই ডেট পাল্টে ৩১ জুলাই করা হয়। কিন্তু ৩১ জুলাইকেও পাল্টে প্রথমে ৩০ সেপ্টেম্বর এবং পরে ৩০ নভেম্বর করা হয়েছিল। এইবার পঞ্চম দফায় আয়কর রিটার্ন জমা করার সময়সীমা আবার বাড়ানো হলো।