আগামী সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে আরও দামী হচ্ছে দই, লস্যি, বাটারমিল্ক, চাল, এলইডি লাইট-ল্যাম্প, ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক সহ আরও একাধিক দ্রব্যের। জিএসটির বাড়বাড়ন্তের জেরেই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, জিএসটি পর্ষদের ৪৭ তম বৈঠকে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের জিএসটি হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে মূল্যবৃদ্ধি হচ্ছে বেশ কিছু জিনিসের।
এক নজরে দেখে নিন কী কী জিনিসের দাম কত শতাংশ করে বৃদ্ধি পেতে চলেছে -
● প্যাকেটজাত দই, লস্যি, বাটারমিল্কের যে প্যাকেট সচরাসচর আমআদমির কিনতে হয়, তাতে দাম বাড়তে চলেছে ৫ শতাংশ করে।
● ছবি আঁকার যন্ত্রপাতির দাম বৃদ্ধি পাচ্ছে ১৮ শতাংশ করে।
● যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জন্যও দুঃখের খবর। আগামী সোমবার থেকে মানচিত্র, মানচিত্রের বই কিংবা দেওয়াল মানচিত্র, এমনকি টোপোগ্রাফিক্যাল যন্ত্রপাতি, ছাপা গ্লোব প্রভৃতির দাম বৃদ্ধি পাচ্ছে ১২ শতাংশ করে।
● দুধ ও দুগ্ধজাত পণ্যের মেশিনারি এবং ডিম পরিষ্কার ও বাছাইয়ের মেশিনের দাম বাড়ছে ১৮ শতাংশ করে।
● শস্যদানা ঝাড়াই বাছাই ও পেষাইয়ের মেশিনের দাম বাড়তে চলেছে ১৮ শতাংশ।
● এছাড়াও ব্লেড, ছুরি, পেন্সিল কাটার, চামচ, কাঁটা চামচ, স্কিমারের দাম বাড়বে ১৮ শতাংশ।
● ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক, এলইডি লাইট-ল্যাম্প ও ফিক্সচার, বৈদ্যুতিক পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবল টার্বাইন, বাইসাইকেল পাম্প, ছাপার কালি প্রভৃতির দাম বাড়তে চলেছে ১৮ শতাংশ করে।
● দাম বাড়ছে সোলার ওয়াটার হিটার ও ফিনিশ লেদারের। দুইয়ের মূল্যবৃদ্ধি হতে চলেছে ১২ শতাংশ করে।
● পর্যটকদের পকেটেও কোপ। দৈনিক ১০০০ টাকা দামের হোটেল রুমের ক্ষেত্রেও দাম বাড়বে ১২ শতাংশ করে।
● ICU ছাড়া দৈনিক ৫০০০ টাকা দামের হাসপাতালের ঘরের দামও বাড়তে চলেছে ৫ শতাংশ করে।