কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ, মৃত ১৩
হামলায় মৃত শিশু সহ ১৩ জন
জো়ড়া বিস্ফোরণ আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩ জন ও আহত বেশ কয়েকজন। এমনটাই জানা যায় মার্কিন সংবাদ সূত্রে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, অ্যাবে গেটের সামনে প্রথম বিস্ফোরণটি হয়। সেখানে কয়েক আমেরিকান সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তার কিছুটা দূরেই ব্যারোন হোটেলের কাছে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
চলতি মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা তুলে নেওয়ার পরই দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে জমা হয়েছে প্রায় হাজারের অধিক মানুষ। সেই সময়ই বিমানবন্দরের সামনে ঘটে আত্মঘাতী বিস্ফোরণ।
ইতিমধ্যেই মার্কিন এমব্যাসির তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট । একই সঙ্গে বিমানবন্দরের গেট ও তার আশেপাশে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই পথে হেটেছে ফ্রেঞ্চ এমব্যাসিও সহ অনেকে।
প্রসঙ্গত, গত শনিবার প্রকাশিত হয় এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তা। সেখানে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার আশঙ্কা করেছিল যুক্তরাষ্ট্র। এই বিবৃতি প্রকাশের পরেই আফগানিস্তান ছাড়ার ঢল নেমেছিল আমেরিকানদের।