Sri Lanka Crisis: বিক্ষোভ দমনে সরাসরি হস্তক্ষেপ, এবার দেশজুড়ে বন্ধ সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/04/2022   শেষ আপডেট: 03/04/2022 10:05 a.m.
https://twitter.com/Welikumbura

গোটা দেশজুড়েই চলছে জরুরি অবস্থা, জারি কার্ফু, এবার সোশ্যাল মিডিয়া বন্ধের পথে হাঁটল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কায় (Sri Lanka) জারি অচলাবস্থা। সেদেশের সরকার দেশজুড়ে কার্ফু, জরুরি অবস্থা জারির পাশাপাশি এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম বন্ধের দিল। একটি সূত্রের খবর, রবিবার ভোররাতের আগে থেকেই সেদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ঠিকঠাক কাজ করছে না। ওয়াকিবহাল মহলের অভিমত, এর থেকেই স্পষ্ট সেদেশের সরকার এবার বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধের উপর নির্দেশিকা জারি করেছে।

নেটব্লকস (NetBlocks) জানিয়েছে, গতকাল থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমগুলি ঠিকঠাক কাজ করছিল না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলি প্রভাবিত হয়েছে। এর থেকে পরিষ্কার শ্রীলঙ্কান সরকার সরাসরি সোশ্যাল মিডিয়ার উপর হস্তক্ষেপ শুরু করেছে।

গত দিন কয়েক শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি ভয়াবহ। বিভিন্ন ক্ষেত্র আর্থিক সংকটে রীতিমতো ধুঁকছে। বৃহস্পতিবার থেকে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের বাসভবনের সামনে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন একাংশ। পরিস্থিতি সামাল দিতে দেশে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ার উপর হস্তক্ষেপ নেমে এল, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ।