Indonesia: রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামির সতর্কতা
২০০৪ সালের ভয়াবহ সুনামির পর ফের আশঙ্কা জারি, বাড়ছে আতঙ্ক
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ইন্দোনেশিয়ার (Indonesia) মামেরে থেকে ৯৫ কিলোমিটার উত্তরে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। যার জেরে ভয়াবহ সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তরফে আরও জানানো হয়েছে ইন্দোনেশিয়ার মামেরে থেকে বরাবর উত্তরে ১০০ কিলোমিটার জুড়ে ১১ মাইল গভীরতায় এই ভূমিকম্পের জেরে জারি হয়েছে তীব্র সতর্কতা। দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্প কেন্দ্রের ১০০০ কিলোমিটার জায়গা জুড়ে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ ভূমিকম্প কয়েক লক্ষ প্রাণহানির ঘটনা ঘটেছিল। রিখটার স্কেলে ৯.১ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ মারা যায় যার মধ্যে কেবল ইন্দোনেশিয়ার ১ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ মারা যায়। ভারত, শ্রীলঙ্কা, সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া প্রভৃতি কয়েকটি জায়গায় ভয়াবহ আকার ধারণ করে এই সুনামি।