আবারো রক্তাক্ত মায়ানমার, সেনাবাহিনীর গুলিতে নিহত ৬৪
এই নিহতদের তালিকায় রয়েছে বহু শিশু এবং একটি বালক
আবারো সেনার গুলিতে রক্তাক্ত হলো মায়ানমারের মাটি। গত ফেব্রুয়ারি মাসে রাজনীতিকদের বন্দি করে সেনা দেশের দখল নিয়ে ছিল। তারপর থেকে ইতিমধ্যেই প্রায় ৪০০ জন মারা গিয়েছেন সেনার গুলিতে। এবারে শনিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল বলে খবর। সেনার গুলিতে শুধুমাত্র শনিবার ৬৪ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় আছে বেশ কয়েকজন শিশু। শনিবার সশস্ত্র বাহিনীর সাফল্য উদযাপন যখন ব্যস্ত সেনা, তখন বহু মানুষ ইয়াঙ্গণ, মান্দালয় এবং আরও বেশকিছু শহরে পথে নেমে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রেখে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছিল সে দেশের সেনাবাহিনী। কিন্তু সেনার ওই হুঙ্কারে পিছু না হটায়, মায়ানমার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
সেনার গুলিতে ৫ বছরের এক বালকের প্রাণ গিয়েছে। এছাড়াও নিহত হয়েছেন ইয়াঙ্গনের ২১ বছরের একজন ফুটবলারের। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সকাল থেকে কমপক্ষে ৬৪ জন মারা গিয়েছেন সেনাবাহিনীর গুলিতে। এছাড়াও বেশ কিছু আর উপরে সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে খবর। তার মতে মৃত্যু হয়েছে তিন জনের। এছাড়াও আরো বেশ কিছু এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, ১ বছরের এক শিশুর চোখে রবার বুলেট ঢুকে গিয়েছে। গণতন্ত্র রক্ষার তাগিদে মায়ানমারে সেনা অভ্যুত্থান ঘটানো হয়েছে বলে সাফাই দিয়েছিল ক্ষমতাসীন যুন্টা নেতৃত্ব। কিন্তু সেনার হাতে অপসারিত জুন্টা বিরোধী সরকারের মুখপাত্র বলেছেন, "দেশের সশস্ত্র বাহিনীর জন্য আজকের দিনটি অত্যন্ত লজ্জাজনক।"