সংশয়ে পৃথিবীর প্রাণীকুল, বিকল্প পথের সন্ধানে চাঁদে শুক্রাণু পাঠাবেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2021   শেষ আপডেট: 13/03/2021 7:29 p.m.

বিজ্ঞানীরা ৬০ লাখ ৭০ হাজার শুক্রাণু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন

পৃথিবীর প্রাণীরা যদি কোনভাবে কখনো গণবিলুপ্তির পর্যায়ে পৌঁছে যায় তাহলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবার এক নতুন অভিনব পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বৈজ্ঞানিকদের একটি দল। পৃথিবীর উপগ্রহ চাঁদে তারা তৈরি করবে একটি সংগ্রহশালা যেখানে প্রায় ৬০ লক্ষ ৭০ হাজার শুক্রাণু সংগ্রহীত হবে। শুধু শুক্রাণু নয় তার সাথে ডিম্বাণু এবং ছত্রাক জাতীয় জীব সংরক্ষিত রাখা হবে সেইখানে। মানুষের দূষণের ফলে যে পরিস্থিতি তাতে পৃথিবীর অবস্থা অত্যন্ত খারাপ। যেকোনো মুহূর্তে পৃথিবীতে প্রাণীর সংশয় হতে পারে। এই কারণে এই বিকল্প পন্থা অবলম্বন করতে চলেছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমিক্যাল গবেষকরা।

মনে করা হচ্ছে চাঁদের গহবরে এই সংগ্রহশালা তৈরি করা হবে। আগামী দিনে যদি পৃথিবীতে প্রাণেরঅস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তবুও যাতে চাঁদে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয় সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা। পাশাপাশি এই সংগ্রহশালা প্রাণের উৎস গুলিকে পৃথিবীর উপগ্রহ চাঁদ এর পরিবর্তনশীল আবহাওয়া থেকে রক্ষা করবে। তবে এই প্রোজেক্টের জন্য খরচ হবে বহু টাকা। মাত্র ৫০টি প্রাণীর শুক্রাণু পৌঁছাতেই প্রয়োজন হবে ২৫০টি রকেটের। তার সাথে সাথেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রচুর সময় লাগবে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। কিন্তু বিজ্ঞানীদের মতামত, মানুষের দূষণ, কোন গ্রহাণুর প্রভাব, কোন উল্কাপাত এই জাতীয় অঘটনের ফলে যদি কোনভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিনষ্ট হয় তাহলে চাঁদে প্রাণের অস্তিত্ব গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি চাঁদে মাটির তলায় স্থাপত্য থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা সম্ভব হবে।