সাইলেন্ট ম্যাসেজিং বা গানের প্রিভিউ শেয়ার! ইনস্টাগ্রাম নিয়ে এলো ৭ নতুন ফিচার, দেখে নিন একনজরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/04/2022   শেষ আপডেট: 02/04/2022 7:27 p.m.
unsplash.com/s/photos/instagram-logo

ইন্সটাগ্রামের সমস্ত নতুন ফিচার আপনিও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপটি আপডেট করেই

হোয়াটসঅ্যাপের পথেই এবার ভয়েস মেসেজের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল ফেসবুক মেটা অধিকৃত ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে মোট ৭ টি নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মূলত তিনটি ফিচার রয়েছে ডাইরেক্ট মেসেজ বা ডিএম সংক্রান্ত। বাকি ফিচারগুলো ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট করার সময় বেশি উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি, ইন্সটাগ্রামের সমস্ত নতুন ফিচার আপনিও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপটি আপডেট করে নিলে। তবে ফিচারগুলির মধ্যে বেশ কয়েকটি বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি ফিচার উপলব্ধ হয়েছে ভারতেও।

একনজরে দেখে নিন ইন্সটাগ্রামের নতুন ৭ ফিচার:

১) ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি নতুন শর্টকাট যুক্ত করেছে যাতে ব্যবহারকারীরা নির্দিষ্ট মেম্বারের কাছে কনটেন্ট পাঠাতে পারে। শেয়ার অপশন ক্লিক করলেই ব্যবহারকারীরা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের পোস্ট শেয়ার করতে পারবেন।

২) এবার থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কোনো কনটেন্ট ব্রাউজিং করার সময় রিপ্লাই করতে পারবেন। এই ঘোষণা করেছে ইনস্টাগ্রাম পেরেন্ট সংস্থা মেটা। এই ফিচার পাওয়া গেলে কনটেন্ট ব্রাউজিংয়ের সময় মেসেজের রিপ্লাই দেওয়া খুবই সহজ হয়ে যাবে।

৩) এবার থেকে ইনবক্স এর ওপরে ফেসবুকের মতোই ব্যবহারকারীরা দেখতে পাবেন কে কে ওই সময় ইনস্টাগ্রামে অনলাইন রয়েছেন। তবে এটি কি করে কাজ করবে সেই সম্বন্ধে এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে ব্যবহারকারীদের নিজের 'অ্যাক্টিভিটি স্ট্যাটাস' এনেবেল করতে হতে পারে।

৪) নতুন একটি ফিচার এনে ব্যাপক চমক দিয়েছে ইনস্টাগ্রাম। এবার থেকে কাউকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠালে যাতে তার কাছে নিঃশব্দে মেসেজ যায়, তার জন্য নতুন ফিচার এসেছে। জানা গেছে, মেসেজ লেখার আগে টাইপ করতে হবে @silent। তাহলেই নোটিফিকেশনের শব্দ ছাড়াই মেসেজ পৌঁছে যাবে অন্যজনের কাছে। এরফলে মূলত মাঝরাতে বা কাজের ফাঁকে কাউকে মেসেজ পাঠালে সে নোটিফিকেশনের শব্দে বিরক্ত হবেন না।

৫) ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য একটি গানের ৩০ সেকেন্ড প্রিভিউ শেয়ার করার অনুমতি দিচ্ছে। এবার থেকে অ্যামাজন মিউজিক বা স্পটিফাই বা অ্যাপেল মিউজিক থেকে ৩০ সেকেন্ড এর সং প্রিভিউ শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

৬) গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা এবার পোল অপশন তৈরি করতে পারবেন।

৭) এবার থেকে ইনস্টাগ্রাম গ্রুপের মেম্বাররা নতুন চ্যাট থিম ব্যবহার করতে পারবেন, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করবে।