ভক্তদের হোলির গিফট ভারতের, শেষ ওভারে নির্ণায়ক ম্যাচ জিতে ব্রিটিশদের পরাস্ত করলো টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2021   শেষ আপডেট: 29/03/2021 6:14 a.m.
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ twitter.com/icc

এই নিয়ে পরপর ৩টি সিরিজে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডকে পরাস্ত করেছে।

ভক্তদের জন্য এবারে হোলি গিফট নিয়ে এলো বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে আবারও বুঝিয়ে দিল, ভারত এখনো ওপরেই আছে। মাত্র ৫২ দিনের মাথায় বিরাট ব্রিগেড ইংরেজদের তিনটি ফরম্যাটেই পরাজিত করল। ৩ ম্যাচের সিরিজে আজকে ছিল নির্ণায়ক তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচ জিতে নিয়ে ২-১ ব্যবধানে মরগ্যান শিবিরে বড়ো ধাক্কা দিল ভারত। আর এবারের জয়ের কান্ডারী সেই বহুল চর্চিত জোরে বোলার শারদুল ঠাকুর। আজকে শুরু থেকেই ভারত ভালো খেলা শুরু করে। তবে ১৫৭ রানে ৪টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত প্রথম ইনিংসের মাঝ রাস্তায়। কিন্তু সেই অবস্থায় হাল ধরেন ঋষভ পন্থ এবং হার্দিক পণ্ডিয়া। ঋষভ এর ৬২ বলে দুরন্ত ৭৮ টিম ইন্ডিয়াকে ভালো জায়গায় নিয়ে আসে। সঙ্গে ছিলেন হার্দিক। তিনি করেন মাত্র ৪৪ বলে ৬৪ রান। শারদুল ঠাকুর একটা ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারত ইংল্যান্ড কে টার্গেট দেয় ৩৩০ রানের।

অন্যদিকে খেলতে নেমে প্রথম দিক থেকেই জেসন রয় এবং জনি বেয়ার্স্ট কে তুলে নেন ভুবি। তারপর তেমন একটা ভালো পার্টনারশিপ তৈরি হচ্ছিল না। ৪ নম্বরে খেলতে আসেন ডেভিড মালাণ। তিনি ভালো খেলা শুরু করলেও তিনি সঙ্গী পাচ্ছিলেন না। অবশেষে তার সঙ্গ দিতে নামেন শেষের দিকের ব্যাটসম্যান স্যাম কারান। তিনি আসার সঙ্গে সঙ্গে ম্যাচের পুরো মোড় ইংল্যান্ড এর দিকে ঘুরে যায়। স্যাম কারান ৮৩ বলার একটি ৯৫ রানের ইনিংস খেলেন। ডেভিড মালান ৫০ রানে আউট হওয়ার পড়ে পরে স্যামের সঙ্গ দিতে আসেন আদিল রশিদ। ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলির একটি অসাধারণ ক্যাচের মাধ্যমে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদিল। পুরো মোমেন্টাম আবার ভারতের কাছে। ৪৮ তম ওভারে কামাল করে দিলেন ভূবি। দিলেন মাত্র ৪ রান। শেষ ওভার বিরাট তুলে দিলেন নটরাজনের হাতে। তার দুর্দান্ত সঠিক ইয়র্কার এর মাধ্যমেই ৭ রানে ম্যাচ জিতে গেল ভারত। শেষ ওভারে তিনি দিলেন মাত্র ৬ রান। এই ম্যাচের শেষে ভারত পরপর তিনটি সিরিজে ঘরের মাঠে পরাজিত করলো ইংল্যান্ডকে।