IPL 2020: মিলার রশিদ খানের বিধ্বংসী ইনিংস, ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখল গুজরাট টাইটানস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2022   শেষ আপডেট: 17/04/2022 11:18 p.m.
https://twitter.com/IPL

জয়ের ধারা অব্যাহত রাখল গুজরাট, ৩ উইকেটে ম্যাচ জিতল গুজরাট

গুজরাট টাইটানস-এর (Gujarat Titans) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আজ মাঠে নামেন নি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) সঙ্গে দিয়েছিলেন ছবি। আর তার ক্যাপশনে ছিল 'মাই মেন ম্যান'! আর আজকের গুজরাট বনাম চেন্নাই ম্যাচে হার্দিক পান্ডিয়ার অভাব চোখে পড়ল দর্শকদের।

এদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট দল। তবে আজকের ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়া নন, দায়িত্বে রশিদ খান (Rashid Khan)। শুরুতেই চমক দিলেও চেন্নাইয়ের ঋতুরাজ গাইকোয়াড় (Ruturaj Gaikwad) ফর্মে ফিরেছেন। চেন্নাই ফ্যানদের কাছে অত্যন্ত ভাল বিষয়। পরপর কয়েক ম্যাচ হারের পর চেন্নাই ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আগের ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১৬ রানের ইনিংসের পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে চেন্নাই। আর আজকের ম্যাচে ঋতুরাজের অনবদ্য ৪৮ রানে ৭৩ রান চেন্নাইয়ের কাছে অনেক বড় পাওনা।

ম্যাচের প্রথম ইনিংসে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় রবীন উথাপ্পা (Rabin Uthappa)। মইন আলিও (Moeen Ali) তেমন কিছুই করতে পারেনি। তবে ঋতুরাজ গাইকোয়াড় এবং অম্বাতি রায়ডুর অনবদ্য ইনিংস ভর করে চেন্নাই অনেকটাই এগিয়ে যায়। আর সবশেষে চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ১২ বলে ২২ রান দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬৯। গুজরাটের আলজেরি যোসেফ (Alzarri Joseph) দুই উইকেট সংগ্রহ করে। মহম্মদ শামী এবং ইয়াস দয়াল ১ উইকেট করে পেয়েছেন। গুজরাটের স্টার বোলার লকি ফার্গুসনের বলে আজ তেমন ঘূর্ণি চোখে পড়েনি।

দ্বিতীয় ইনিংসে গুজরাটের অবস্থা শোচনীয়। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ মাত্র ৩৭ রান। অষ্টম ওভারের শেষ বলে আউট বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এরপর হাল ধরেন ডেভিড মিলার (David Miller) এবং রাহুল তেওটিয়া (Rahul Tewatia)। মিলারের বিধ্বংসী ইনিংসে দিশেহারা চেন্নাই দল।মাঠে তখন বাউন্ডারি ওভার বাউন্ডারির বন্যা। রশিদ খানের ২১ বলে ৪০ অনেকটাই এগিয়ে দেয় গুজরাট টাইটানসকে। যদিও ডোয়েন ব্রাভো এসে থামিয়ে মিলার ও রশিদ খানের দুরন্ত ইনিংস। পরপর দু উইকেট হারিয়ে অল্পের জন্য থমকে যায় গুজরাট টাইটানস। যদিও মাঠে তখন আছেন বিধ্বংসী মিলার। শেষ ওভারের চতুর্থ বলে ক্যাচ। পিকচার তখনও বাকি। নো বলে ডেভিড মিলার নট আউট। আর পরের বলেই চার। আর তারপরেই ম্যাচ জিতে নিল ৩ উইকেটে গুজরাট।