বাংলার মানুষের পাশে এবার প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী, দান করছেন অক্সিজেন কনসেনট্রেটর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/05/2021   শেষ আপডেট: 15/05/2021 8:49 p.m.
twitter @BCCI

সৌরভ গাঙ্গুলী মোট ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর দান করার সিদ্ধান্ত নিয়েছেন

করোনা (Corona) সংক্রমণে যখন নাজেহাল গোটা বাংলা তখন নিজের ভূমিকা পালন করলেন বাংলার মহারাজ তথা ২২ গজের দাদা, সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। ভাই সৌরভ গাঙ্গুলী অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর (oxygen concentrator) দান করেছেন। ইতিমধ্যেই বেহালার বিদ্যাসাগর হাসপাতলে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে গিয়েছে। এছাড়াও রাজারহাটে যে অক্সিজেন পার্লার তৈরি হয়েছে তাতে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। এছাড়া বেঙ্গল নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল সকাল ছয়টা থেকে কার্যত লকডাউন জারি হয়েছে বাংলা জুড়ে। তার মাঝেও সৌরভ গাঙ্গুলীর কেনা অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে যাবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। ইতিমধ্যেই সেই উদ্দেশ্যে আজ শনিবার থেকেই তারা জোরকদমে কাজ শুরু করে দিয়েছে। এই বিষয়ে সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাসিশ গাঙ্গুলি বলেছিলেন, "সৌরভ এটা নিয়ে ভেবেছে অনেক দিন ধরেই। তারপর আমার সাথে কথা বলেছে। আমি ওকে বলেছি অক্সিজেনের কথা। এটি কোভিড কেয়ার প্রকল্পে যুক্ত করলে মানুষের সুবিধা হবে। তাই আমরা এই কাজে নামছি।"