প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর জয়, পদক জয়ের স্বপ্নে আরও একধাপ এগোলেন তিনি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/07/2021   শেষ আপডেট: 28/07/2021 9:36 a.m.
পি ভি সিন্ধু https://twitter.com/India_AllSports

আবারও হতাশ করল ভারতীয় মহিলা হকিদল

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারতের একের পর এক হতাশার মধ্যে নতুন করে আশা জাগাচ্ছেন গতবারের রূপোজয়ী পি ভি সিন্ধু (P V Sindhu)। দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে থেকে নকআউট পর্বে পৌঁছে গেলেন এই ব্যাডমিন্টন (Badminton) তারকা। পদক জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভারতীয়দের মনে তৈরি করলেন নতুন আশার সঞ্চার।

বুধবার সকালে হংকংয়ের এন উই চিউংকে স্ট্রেট সেটে হারিয়ে লড়াইয়ের এক নতুন দিগন্ত তৈরি করলেন এই তারকা। খেলার ফলাফল এইরকম ২১-৯ এবং ২১-১৬। প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগ না দিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে অর্থাৎ শেষ ১৬-তে জায়গা করে নিলেন সিন্ধু। প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে প্রায় দাঁড়ানোর সুযোগ দেননি। যদিও দ্বিতীয় রাউন্ডে উভয়পক্ষের মধ্যে বেশ টক্কর চলে। যদিও শেষ জিত সিন্ধুই ছিনিয়ে নেন। পদক জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন গতবারের রিও অলিম্পিক্সে রূপোজয়ী তারকা পি ভি সিন্ধু।

তবে একই দিনে ভারতীয় মহিলা হকি দল গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হল। ৪-১ গোলে ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিল গ্রেট ব্রিটেন। গ্রুপ পর্বে পরপর হারের রেকর্ড তৈরি করে ক্রমশ পিছিয়ে পড়েছে ভারতীয় মহিলা হকিদল। অন্যদিকে পুরুষদের ব্যক্তিগত তীরন্দাজ পর্বেও হতাশ করল তরুণদীপ রাই। ইজরায়েলের আই স্যানির কাছে ৬-৫-এ হারলেন তিনি। ব্যক্তিগত বিভাগে পদক জয়ের স্বপ্ন ব্যর্থ হল।

টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত মীরাবাই চানুই পদক ঘরে তুলতে পেরেছেন। পাশাপাশি জিমন্যাস্টিক্সে বাংলার মেয়ে প্রণতি নায়েক আশা জাগিয়েও ব্যর্থ। এখনও পর্যন্ত ভারতীয় পুরুষ হকিদল স্বপ্ন দেখাচ্ছে ভারতীয়দের। পাশাপাশি ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু নিজের আগের রেকর্ড ভেঙে এগিয়ে যেতে পারেন।