আবারও দিল জিতে নিলেন মাস্টার ব্লাস্টার! করোনা সংক্রমণ রুখতে দিলেন ১ কোটি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/04/2021   শেষ আপডেট: 30/04/2021 6:01 a.m.
শচীন তেন্দুলকার twitter@sachin_rt

দিন কয়েক আগেই করোনা ভাইরাসকে জয় করে বাড়িতে ফিরেছিলেন শচীন

এতদিন পর্যন্ত ব্যাট হাতে ২২ গজে শাসন করে এসেছেন। জয় করেছেন প্রচুর ভারতবাসীর মন। আর এবারে আরো একবার ভারতবাসীর পাশে দাড়িয়ে প্রকৃত ভারতীয়ের সংজ্ঞা প্রকাশ করতে চলেছেন সচিন। করোনা ভাইরাস মহামারীতে এবার অক্সিজেন সংকট মেটানোর জন্য এগিয়ে আসলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। শচীন জানিয়েছেন এবারে করোনা ভাইরাস মোকাবিলার জন্য তিনি ১ কোটি টাকা দান করতে চলেছেন। তিনি এই টাকা দান করবেন অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য। নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে তিনি এই কথা ঘোষণা করলেন। ইতিমধ্যেই করোনা ভাইরাসের জন্য সারাদেশে অক্সিজেনের সংকট তৈরি হয়েছে। প্রত্যেক হাসপাতালে অক্সিজেনের সংকট প্রবল এবং প্রচুর মানুষ মারা গিয়েছেন এই করোনা ভাইরাসের জন্য। এই পরিস্থিতিতে দিল্লিতে সম্প্রতি চালু হয়ে গিয়েছে মিশন অক্সিজেন নামক একটি ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের মাধ্যমে তহবিল তৈরি করে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর কিনে তা দিল্লির হাসপাতালে প্রয়োজনমতো দান করা হচ্ছে। এই মিশন অক্সিজেন প্রকল্পে ১ কোটি টাকা দান করতে চলেছেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। গতমাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শচীন। তারপরে, করোনা থেকে মুক্ত হওয়ার পরেই তিনি নিজের প্লাসমা দান করবেন বলে ঘোষণা করে দেন সোশ্যাল মিডিয়াতে। সেই ঘোষণার পরেও সোশ্যাল মিডিয়াতে শচীনকে নিয়ে অনেক প্রশংসা করা হয়েছিল। আর এবারে 'মিশন অক্সিজেন' প্রকল্পে ১ কোটি টাকা দিয়ে পুনরায় ভারতবাসীর মন জয় করে নিলেন মাস্টার ব্লাস্টার।