ক্লপের অনুপস্থিতিতেও ঘরের মাঠে আটকে গেলো টুখেলের চেলসি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/01/2022   শেষ আপডেট: 03/01/2022 12:48 a.m.
twitter.com/LFC

চেলসি-লিভারপুল ম্যাচ ড্র, শেষ হাসি সিটির ফ্যানদের

বর্ষশুরুর প্রথম হেভিওয়েট প্রিমিয়ার লিগ ম্যাচে স্টান্ডফোর্ড ব্রিজে লুকাকু হীন চেলসির মুখোমুখি হয়েছিল ক্লপ এর লিভারপুল। যদিও ক্লপ কোভিড পজিটিভ হওয়ার কারণে দায়িত্বে ছিলেন লিন্ডার্স। রক্ষণের ভুলে ৯ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় ভিসিটর্সরা, ২৬ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের বাড়ানো পাস থেকে ব্যবধান বাড়ান মো সালাহ,চলতি ফুটবল-বর্ষের এটি তার ২৩তম গোল। ৪২ মিনিটে আজপিলিকুয়েতার ফ্রীকিক শটে লিভারপুল গোলরক্ষকের দ্বারা প্রতিক্ষিপ্ত বলটি একটি নিখুঁত ভলির মাধ্যমে জালে জড়িয়ে দেয় কোভাচিচ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৪৬ মিনিটের মাথায় সমতা ফেরায় ক্রিস্টিয়ান পুলিচিচ। দ্বিতীয়ার্ধে খেলা সমান উত্তেজনাপূর্ণ হলেও গোলশূন্য থাকে, যদিও ম্যাচের শেষে চাপ বাড়ায় দুই দলই। ম্যাচ শেষে ফলাফল ২-২, যার ফলে লীগ টেবিলে দ্বিতীয়তে চেলসি (২১ ম্যাচে ৪৩) , লিভারপুল একটি ম্যাচ হাতে নিয়ে তৃতীয়তে (২০ ম্যাচে ৪২), লিগশীর্ষে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি (২১ ম্যাচে ৫৩) ।