'সোনার ছেলে' নীরজ চোপড়ার নেতৃত্বে এবার কমন‌ওয়েলথে ৩৭ সদস্যের অ্যাথলিট স্কোয়াড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2022   শেষ আপডেট: 17/06/2022 3:28 p.m.
twitter.com/desi_thug1

আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ

অলিম্পিকজয়ী 'সোনার ছেলে' এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কমন‌ওয়েলথে। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হ‌ওয়া কমন‌ওয়েলথ চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দ্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে খবর, সেখানেই ৩৭ সদস্যের ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন নীরজ চোপরা। যদিও তার আগে কাজাখস্তানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ইভেন্টে যোগ্যতা প্রমান করতে হবে অ্যাথলিটদের। এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, "কিছু অ্যাথলিটের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট নই। কাজখস্তানে তাঁদের প্রমাণ করেই কমনওয়েলথে যেতে হবে।"

৩৭ সদস্যের দলের মধ্যে পুরুষ অ্যাথলিটরা হলেন অবিনাশ সাবলে (৩০০০, ৫০০০ মিটার স্টেপলচেজ), আমোজ জ্যাকব, মোয়া নির্মল টম, আরোকিয়া রাজীব, মহম্মদ আজমল, নাগানথন পান্ডি, রাজেশ রমেশ (৪x৪০০ মিটার রিলে), নীতেন্দর রাওয়াত (ম্যারাথন), নীরজ চোপড়া, মনু ডিপি, রোহিত যাদব (জ্যাভলিন), এম শ্রী শঙ্কর, মহম্মদ আনিস ইয়াহিয়া (লং জাম্প), আবদুল্লা আবুবকর, প্রবীণ চিত্রাভেল, এলধোস পল (ট্রিপল জাম্প), সন্দীপ কুমার, অমিত (১০ কিমি হাঁটা)।

অন্যদিকে মহিলাদের মধ্যে রয়েছেন ধনলক্ষ্মী (১০০ মিটার, ৪x১০০ মিটার রিলে), জ্যোতি ইয়ারাজি (১০০ এমএইচ), মনপ্রীত কউর (শট পুট), অনু রানি (জ্যাভলিন), ঐশ্বর্য বি (লং জাম্প, ট্রিপল জাম্প), অ্যানসি সোজন (লং জাম্প), ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী (১০ কিমি হাঁটা), হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রাবণী নন্দা, জিলনা এমভি, সিমি এনএস (৪x১০০ মিটার রিলে)। প্রসঙ্গত, শর্তসাপেক্ষে তাজিন্দর পাল সিং তুর (শট পুট), নভজিৎ কউর ও সীমা পুনিয়া (ডিসকাস থ্রো), সরিতা আর সিং ও মঞ্জু বালা দেবী (হ্যামার থ্রো) ও শিল্পা রানি (জ্যাভেলিন) দের প্রবেশাধিকার মিলতে পারে বলে খবর।