ডার্বির রং আবারো সবুজ-মেরুন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/11/2021   শেষ আপডেট: 27/11/2021 10:23 p.m.
মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল https://twitter.com/atkmohunbaganfc/

ইস্টবেঙ্গলকে বিশাল ব্যবধানে পরাজিত করল অ্যান্টনিও লোপেজ হাবাসের ছেলেরা

ডার্বির রং আবারো সবুজ মেরুন। আজকে ইন্ডিয়ান সুপার লিগে ছিল কলকাতা ডার্বি। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এর মধ্যে ম্যাচে আবারো জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। তবে ম্যাচের প্রথম ১০ মিনিটে কিন্তু সেরকমভাবে খেলায় ছিল না মোহনবাগান। কিন্তু, প্রথম গোল আসা মাত্রই খেলা একদম পাল্টে যায়। ১২ মিনিটের মাথায় সেন্ট্রাল স্ট্রাইকার রয় কৃষ্ণার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তারপর আর মোহনবাগানকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম গোল আসার মাত্র দুই মিনিটের মাথায় ১৪ মিনিটে মনবির সিং এর দুরন্ত শট সোজা প্রবেশ করল ইস্টবেঙ্গলের গোলপোস্টে এবং খেলা ব্যবধান হয়ে গেল ২-০। কিন্তু সেখানে ক্ষান্ত থাকলোনা এটিকে মোহনবাগান। ২৩ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর তৃতীয় গোলটি আসার পরেই ম্যাচের ছবি কার্যত স্পষ্ট হয়ে গেল। ৩-০ গোলে পিছিয়ে কার্যত ধুকতে শুরু করলো ইস্টবেঙ্গল।

ম্যাচ এর প্রথমার্ধের শেষের দিকে বেশ কিছু সুযোগ তৈরি করল লাল হলুদ জার্সিধারীরা। কিন্তু তাতেও বিশেষ কিছু সুযোগ-সুবিধা হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা গড়াতেই আরো ভয়ানক ভাবে আক্রমণে এগিয়ে আসলো এটিকে মোহনবাগান। কিন্তু, লাল হলুদের গোলকিপারের ক্যারিশমায় আর কোনো গোল খেতে হল না ইস্টবেঙ্গলকে। খেলার ফলাফল ৩-০ গোলেই এই সীমিত রইল। আইএসএলে কলকাতা ডার্বি জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। একটা সময় মনে হচ্ছিল, ১৯৭৫ সালের ৫-০ ব্যবধান হয়তো ভেঙে দেবে মোহনবাগান। যদিও সেটা হয়নি, কিন্তু তবুও পরবর্তী ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বীকে তিন গোলে হারিয়ে লিগ তালিকার শীর্ষে চলে এল অ্যান্টোনিও লোপেজ হাবাস এর ছেলেরা। অন্যদিকে, এই ম্যাচে খুবই বড় ব্যবধানে পরাজিত হয়ে লীগ তালিকার একেবারে তলানিতে চলে গেল এসসি ইস্টবেঙ্গল।