২২ গজ থেকে বিদায় নিলেন মিতালি রাজ, দাঁড়ি টানলেন জল্পনায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/06/2022   শেষ আপডেট: 08/06/2022 2:44 p.m.
twitter.com/IPLUPDATESBYMS

বছরের পর বছর ধরে আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ : মিতালি রাজ

২২ গজে আর দেখা যাবে না মিতালি রাজের (Mithali Raj) রাজত্ব। আন্তর্জাতিক ক্রিকেট (international cricket) থেকে বিদায় নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। টুইটে তিনি লিখেছেন, "বছরের পর বছর ধরে আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ! আমি আপনাদের আশীর্বাদ এবং সমর্থন সঙ্গে নিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য অপেক্ষা করছি।"

চলতি বছরের মার্চ মাসের মিতালির শেষ ম্যাচ। এরপর তাঁর অবসরের জল্পনা চলছিল। সেই জল্পনায় দাঁড়ি টানলেন তিনি। নিজেই ঘোষণা করলেন অবসরের কথা।

টুইটারে মিতালি এক পাতার যে লম্বা বার্তা দিয়েছেন, তাতে স্মৃতিচারণ করে মিতালি লিখেছেন, "ভারতের নীল জার্সি পরার এই পথ আমি বেছে নিয়েছিলাম ছোট্ট মেয়ে থাকতেই, নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সর্বোচ্চ সম্মানের। এই পথচলা ছিল অনেক উত্থান-পতনের। প্রত্যেকটি ঘটনা আমাকে শিখিয়েছে একেবারে ভিন্ন কিছু এবং গত ২৩ বছর ছিল আমার জীবনের সবচেয়ে পরিপূর্ণ, চ্যালেঞ্জিং ও উপভোগ্য বছর। অন্য সব সফরের মতো, এটারও শেষ আছে। আজ সেই দিন, আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম থেকে অবসর নিলাম।"