রাজস্থানের পর এবার রোহিতের শিকার গুজরাত, ৫ রানে দুর্দান্ত জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/05/2022   শেষ আপডেট: 07/05/2022 6:23 a.m.
twitter.com/IPL

চলতি বছরে টুর্নামেন্টের দ্বিতীয় জয় হাসিল করল মুম্বাই ইন্ডিয়ান্স

টাটা আইপিএল ২০২২ এর ৫১ তম ম্যাচে আজ ব্রাবোর্ন স্টেডিয়ামে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল গুজরাত টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি বছরের টুর্ণামেন্টে বেশ ছন্দেই রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। অন্যদিকে ভরাডুবি অবস্থা মুম্বাইয়ের। চলতি টুর্ণামেন্টে একের পর এক ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের লাস্ট বয় রোহিতরা। তবে আজকের ম্যাচে হল উলটপুরাণ। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে পরাজিত করার পর আজ টানটান উত্তেজনার সাথে মাত্র ৫ রানের ব্যবধানে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে পরাজিত করে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

আজকের ম্যাচে টসে জিতে গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমেই মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার এক মজবুত পার্টনারশিপ গড়ে তোলেন। ওপেনার ঈশান কিশান ২৯ বলে ৪৫ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি নিজেও ২৮ বলে ৪৩ রান করেন। এরপর একের পর এক উইকেট হারালেও শেষের দিকে টিমের হাল ধরেন টিম ডেভিড। সে ২১ বলে অপরাজিত ৪৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। সর্বসাকুল্যে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

অন্যদিকে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুজরাটের দুই ওপেনার অর্ধশতরান করে ম্যাচ প্রায় হাতের মুঠোয় নিয়ে চলে আসে। ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল যথাক্রমে ৫৫ ও ৫২ রান করেন। তবে তারপর হার্দিক পান্ডিয়া ২৪ রানে আউট হয়ে গেলে দলের ওপর চাপ বাড়ে। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা থাকলেও ২০ ওভারে ১৭২ রানেই ব্যাটিং থেমে যায় গুজরাতের। অবশেষে ৫ রানে গুজরাতকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় হাসিল করে নেয় রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।