মুখোমুখি মহারথীরা: বাজি জিতলো রোনাল্ডোর জুভেন্টাস

তুফান সিংহরায়
প্রকাশিত: 09/12/2020   শেষ আপডেট: 09/12/2020 4:47 a.m.
-twitter

৩২ মাস পর মেসি রোনাল্ডোকে মুখোমুখি দেখলো ফুটবল বিশ্ব

৭ মে ২০১৮। রোনাল্ডো তখন স্পেনে। লা লিগায় শেষবার দেখা হয়েছিল দুজনের। ৩২ মাস পর আবার মুখোমুখি হলো এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তী। লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এইবার চ্যাম্পিয়ন্স লিগে।

সেইবার এল ক্লাসিকো করো পক্ষে যায়নি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জি গ্রুপের খেলা ফলাফল দিলো। রোনাল্ডোর জুভেন্টাস জিতলো ৩-০ ব্যবধানে। ম্যাচের শুরুর ২০ মিনিট যেন খেলাতেই ছিলো না বার্সেলোনা। ১৩ মিনিটে রোনাল্ডো (পেনাল্টি) এবং ২০ মিনিটে ম্যাকানির করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। প্রথমার্ধে পরের দিকে বার্সেলোনা অ্যাটাকিং ফুটবল খেললেও গোলমুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটের মাথায় আবার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন রোনাল্ডো। মেসি-রোনাল্ডোর ৩৬তম মুখোমুখিতে রোনাল্ডো দুটি গোল পেলেও মেসি বারবার আটকে গেলেন বুঁফোর কাছে।

আজকের হারের পর চ্যাম্পিয়ন্স লিগে টানা ৩৮টি হোম ম্যাচে অপরাজিত থাকার দৌড় থেমে গেলো বার্সার।