রাজস্থানের বিরুদ্ধে জিতে আট নম্বর থেকে চার নম্বরে লাফ কলকাতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2020   শেষ আপডেট: 02/11/2020 5:17 a.m.
জয়ের উচ্ছ্বাস! কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও টিম কেকেআর। iplt20

আজকের জয়ের পরে কি নিশ্চিত হলো প্লে অফে যাওয়া? সমীকরণ কিরকম?

গ্রুপ পর্যায়ে মোট ৫৬ টি খেলা হয় আইপিএলে। আর এইবার একেবারে ৫৬ নম্বর ম্যাচে গিয়েই বোঝা যাবে প্লে অফ খেলবে কারা। এখনও পর্যন্ত কেবলমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি তিনটি জায়গার জন্য লড়াই চলছে আরসিবি, দিল্লি, কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে কলকাতা এখন চার নম্বরে থাকলেও তাদের প্লে অফে যাওয়া নির্ভর করছে বাকি দলগুলির উপর।

সমীকরণ খানিক এরকম: কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি তিনজনের ১৪ করে পয়েন্ট। সোমবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দিল্লি আর আরসিবি। যে জিতবে সে ১৬ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে দ্বিতীয় স্থানে। যে হারবে তার নেট রান রেট যদি কলকাতার থেকে কম হয় তাহলে কলকাতা উঠে আসবে তিন নম্বরে এবং যাবে প্লে অফে। কিন্তু যদি এই ম্যাচ ড্র হয় কিংবা খেলায় হেরে যাওয়া টিমের নেট রান রেট কলকাতার থেকে থেকে বেশি হয় তাহলে কলকাতা থেকে যাবে চার নম্বরেই। তখন মঙ্গলবারের ম্যাচে ঠিক হবে কলকাতার ভাগ্য। তখন মঙ্গলবার মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে যদি মুম্বাই জেতে তাহলেই কেবল কলকাতা যাবে শেষ চার থেকে।