বিরাট ছাড়াই বিরাট জয় ভারতের! তারুণ্যে ভর করেই অজি বধ ভারতের

তুফান সিংহরায়
প্রকাশিত: 19/01/2021   শেষ আপডেট: 19/01/2021 2:54 p.m.
facebook/BCCI

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হলো অস্ট্রেলিয়া সফর— বাজি জিতলো ভারত

কোহলি ছাড়া ভারত পারবে? রোহিত ছিল না শুরুর দিকে! সামি, উমেশ পরপর বেরিয়ে গেল চোট পেয়ে। পরে সেই সূচিতে কে না যোগ দিয়েছে। যখন সিরিজের নির্নায়ক ম্যাচে টিম তৈরি হচ্ছে তখন ভারতের একটা আলাদা ‘চোট একাদশ’ তৈরি হয়ে গেছে। টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ একরাশ প্লেয়ার নিয়ে শেষ টেস্টে নেমেছিল ভারত। সেই সিরাজ, সুন্দর, শার্দুল, শুভমন—রাই ঐতিহাসিক জয়ের কাণ্ডারী হয়ে উঠলেন।

শেষদিন ভারতের দরকার ছিল ৩২৪ রান। হাতে দশ উইকেট। কিন্তু খেলা শুরুর কিছুক্ষনের মধ্যেই রোহিত শর্মা প্যাভিলিয়নের পথ দেখেন। খেলার হাল ধরেন শুভমন এবং পূজারা। একদিকে পূজারা খুবই ধৈর্য্যের পরীক্ষা দিয়ে দ্বিতীয় সেশনের মধ্যেই ড্র নিশ্চিত করে দেন। অন্যদিকে শুভমন একটু চালিয়ে খেলে রানের গতি বজায় রাখেন। শুভমন ব্যক্তিগত ৯১ রানে আউট হওয়ার পর অধিনায়ক রাহানে এবং পূজারা বুঝিয়ে দেন যে এইবার জয়ের জন্য ঝাঁপাবে ভারত। পন্থ এসে সেই পথে আরও এগিয়ে নিয়ে যান ভারতকে। কিন্তু পূজারা এবং আগারওয়াল আউট হওয়ার পর খেলার ভবিষ্যত যেন ড্রয়ের দিকেই মনে হচ্ছিলো। কিন্তু পন্থ এবং সুন্দরের পরিকল্পনা ছিল অন্য কিছুই। খেলাটা একদম শেষে টেনে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মুখের সামনে থেকে সিরিজ জিতে নিলেন পন্থরা। ৩ ওভার বাকি থাকতেই চার মেরে অস্ট্রেলিয়া বধ করলেন ঋষভ। অপরাজিত ৮৯ রানের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ ঋষভই। সিরিজ সেরা প্যাট কামিন্স।