ব্রাউনওয়াশ ইন্ডিজ, ভাঙা দল নিয়েই কামাল ভারতের

সৌম্যদীপ পন্ডিত
প্রকাশিত: 20/02/2022   শেষ আপডেট: 20/02/2022 10:50 p.m.
দুরন্ত অর্ধশতরান সূর্যকুমার যাদবের https://twitter.com/BCCI

১৭ রানে ম্যাচ জিতল ভারত

নেই কোহলি, পান্থের মতো খেলোয়াড়। তা সত্ত্বেও অপ্রতিরোধ্য ভারতের বিজয়রথ। ভাঙা দল নিয়েই ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচ জিতল ভারত (India-West Indies T-20 series)। সেইসাথে ওয়ান-ডে’র পর টি-২০ সিরিজেও ব্রাউনওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ’কে। এদিন বোলিং থেকে ব্যাটিং, সবেতেই পাল্লা ভারী ছিল টিম ইন্ডিয়ার।

আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই উইকেট হারানো এবং রানের গতি ধীর থাকলেও শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করেন সূর্য-আইয়ার। উল্লেখ্য, এদিন ওপেনিং করতে নামেননি রোহিত শর্মা। বরং তাঁকে এদিন খেলতে দেখা যায় চার নম্বরে। তবে চার নম্বরে খেলতে নেমে ব্যর্থ অধিনায়ক (৭)। ম্যাচের শেষ লগ্নে এসে সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ারের মারকুটে ব্যাটিং ভারতের রান অনেকটাই এগিয়ে দেয়। মাত্র ৩১ বলে ৬৫ রান করেন সূর্যকুমার। অন্যদিকে ১৯ বলে ৩৫ রান করেন ভেঙ্কি। ২০ ওভারের শেষে ভারত ৫ উইকেট খুইয়ে তোলে ১৮৪ রান।

অন্যদিকে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ক্যারিবিয়ানদের। পরপর কাইলি মেয়ারস (৬) এবং শাই হোপের (৮) উইকেট খোয়ায় ইন্ডিজ। উল্লেখ্য, আজ খেলছিলেন না ক্যারিবিয়ান ওপেনার ব্রান্ডন কিং। আগের ম্যাচে ইডেনে ক্যারিবিয়ান ঝড় চালানো রোভম্যান পোয়েল (১৪ বলে ২৫) এদিন জ্বলে ওঠার আগেই হর্ষল প্যাটেলের বলে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ তুলে প্যাভিলিওনে ফেরেন। ব্যর্থ পোলার্ড (৫), হোল্ডার (২)। যদিও আগের দিনের মতো আজকেও বিপক্ষ দলে ভীতিসঞ্চার করতে শুরু করেছিলেন নিকোলাস পুরান, তবে ১৮তম ওভারের প্রথম বলেই তাঁকে ফেরান শার্দূল ঠাকুর। ক্যারিবিয়ানদের তরফে সর্বোচ্চ রান করেছেন পুরান’ই (৬১)। পুরানের উইকেট পড়ে যাওয়ায় জেতার আশা কার্যত শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৬৭ রানেই থমকে যায় ইন্ডিজ ইনিংস। ১৭ রানে জয় পায় ভারত। সেইসাথে সিরিজের সব ম্যাচ জিতে বিপক্ষকে ব্রাউনওয়াশও করলেন রোহিত শর্মা-দীপক চাহার’রা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ফরম্যাটেই সিরিজ জিতল রোহিতের অধিনায়কত্বে খেলা ভারত। তবে এখানেই শেষ নয়। আগামী ২৪ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজ। তারপর রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও। গতকালই ঘোষণা করা হয়েছে, এবার টেস্টেও অধিনায়ক রূপে দেখা যাবে রোহিতকে। রোহিত জমানায় কিরকম রিপোর্ট কার্ড থাকে টিম ইন্ডিয়ার, তা জানতে মুখিয়ে থাকবে দেশ।