চেন্নাইতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হার ভারতের, ঘোর সংশয় বিরাট বাহিনীর ফাইনাল খেলা নিয়ে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/02/2021   শেষ আপডেট: 09/02/2021 4:33 p.m.
ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচ twitter@icc

প্রথম টেস্ট জিতে একলাফে লীগ টেবিলের শীর্ষস্থানে ইংল্যান্ড উঠে এসেছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও ইংল্যান্ডের চেন্নাইতে প্রথম টেস্টে ভারত ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দল অলআউট হয়ে যায় ৫৭৮ রানে। তার জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৩৭ রানে। তারপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৭৮ রান করে অলআউট হয়। তখন ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৪২০ রানের। তবে রান তাড়া করতে নেমে মাত্র ১৯২ রানে ভারতের শেষ ইনিংস গুটিয়ে যায়। এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। সোজাসুজি শীর্ষস্থান থেকে চার নম্বরে নেমে এসেছে ভারত। অন্যদিকে ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান এখন ইংল্যান্ডের দখলে।

প্রথম টেস্ট হারের পর ভারতের ঝুলিতে আছে ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ডের আছে ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট। দ্বিতীয় স্থানাধিকারী নিউজিল্যান্ডের পকেটে এখন ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট নিয়ে এসে ফাইনালে যাওয়ার টিকিট পাকাপোক্ত করে নিয়েছে। তিন নম্বরে রয়েছে ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। এরপর সিরিজের বাকি ৩ টি ম্যাচের উপর নির্ভর করছে লিগ টেবিলে বাকিদের অবস্থান। আপাতত পয়েন্টের নিরিখে ভারত আদেও ফাইনাল খেলতে পারবেন নাকি, তা নিয়ে তীব্র সংশয় সৃষ্টি হয়েছে।