দুবাইয়ে সানরাইজ হলো হায়দ্রাবাদের; যাত্রা শেষ কোহলিদের

তুফান সিংহরায়
প্রকাশিত: 07/11/2020   শেষ আপডেট: 07/11/2020 4:14 a.m.
iplt20.com

টানা চার ম্যাচ জিতে ট্রফির দিকে হায়দ্রাবাদ— টানা পঞ্চম ম্যাচ হেরে বাড়ির দিকে ব্যাঙ্গালোর

স্বপ্নের সফর চলছে ওয়ার্নার ঋদ্ধিমান-দের। গ্রুপের খেলা চলাকালীন তলানিতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের শেষ তিন ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেয়। আজ তারা প্লে অফের প্রথম এলিমিনেটরে ৬ উইকেটে হারিয়ে দিল কোহলির ব্যাঙ্গালোরকে। ফলে আইপিএলের ১৩ তম সংস্করণ থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আজকের গোটা খেলায় দুই দলের বোলারদেরই দাপট দেখা যায়। ব্যাঙ্গালোর নিজেদের ১৩১ রানও ডিফেন্ড করে দিচ্ছিলো। কিন্তু ব্যাট হাতে হায়দ্রাবাদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডার।

স্কোরবোর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

১৩১/৭ (২০.০) এ বি ডিভিলিয়ার্স - ৫৬(৪৩) জেসন হোল্ডার - ৪-০-২৫-৩

সানরাইজার্স হায়দ্রাবাদ

১৩২/৪ (১৯.৪) কেন উইলিয়ামসন - ৫০*(৪৪) মহম্মদ সিরাজ - ৪-০-২৮-২

ম্যাচের সেরা: কেন উইলিয়ামসন।