সুপার ফ্লপ টপ অর্ডার! চেন্নাই এর কাছে ১৮ রানে হেরে হারের হ্যাটট্রিক নাইটদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2021   শেষ আপডেট: 22/04/2021 5:38 a.m.
সিএসকে বনাম কেকেআর csk-vs-kkr

কামিন্স, রাসেল এবং দীনেশের চোখ ধাঁধানো ইনিংসও লাগলোনা কাজে

জরুরী ম্যাচেও ব্যর্থ টপ অর্ডার! আর এই টপ অর্ডারের ব্যর্থতার কারণে আরো একবার চেন্নাই সুপার কিংস এর কাছে ১৮ রানে হেরে গ্যালো কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ, ফলে রান করার বিশাল সুযোগ দুই দলের কাছে। নাইট অধিনায়ক মর্গান টসে জিতে বলের সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে সুপার কিংস বোর্ডে তোলে ২২০ রান। তাদের দল থেকে সবথেকে বেশি রান করলেন ফাফ ডুপ্লেসিস(৯৫)। ২২১ রানের টার্গেট ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাড়া করে ফেলা যায়। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ফের একবার মুখ থুবড়ে পড়ল শাহরুখ খানের কেকেআর।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাইট রাইডার্সের ওপেনিং পার্টনারশিপ প্রথমেই মুখ থুবড়ে পড়ে। নিতিশ রানা মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর শুভমান গিল প্রথম বলেই আউট হয়ে গেলেন! রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগান এবং সুনীল নারায়ন তিনজনই সুপার ফ্লপ। শেষের দিকে দীনেশ কার্তিক কিছুটা রান করার চেষ্টা করেন। তার যোগ্য সঙ্গ দেন আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক ৪০ এবং আন্দ্রে রাসেল ৫৪ করে আউট হয়ে যান। শেষে খেলতে নেমে প্যাট কামিন্স একটা দুর্দান্ত ইনিংস খেলেন ৩৪ বলে ৬৬ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দিলেন প্যাট কামিন্স। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। কেকেআর শেষ অবধি বোর্ডে তুলতে পারল মাত্র ২০২। কামিন্স, রাসেল এবং দীনেশের লড়াইটা ছিল চোখে পড়ার মতো। কিন্তু, টপ অর্ডারের ব্যর্থতায় ১৮ রানে হেরেই শেষ করল কেকেআর।