Tokyo Olympics: পদক হাতে দেশে ফিরলেন নীরজরা, বিমানবন্দরে ঢল নামল জনতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/08/2021   শেষ আপডেট: 09/08/2021 8:01 p.m.
twitter.com/Media_SAI

আজই সংবর্ধনা দেওয়া হবে অলিম্পিক্স ফেরত টিম ইন্ডিয়াকে

ঘরে ফিরলেন সোনার ছেলে! টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) অভিযান শেষ করে আজ অর্থাৎ সোমবার দেশে ফিরলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর সাথে ছিলেন ব্রোঞ্জ পদাধিকারী বজরং পুনিয়া।

আজ দিল্লি বিমানবন্দরে তাঁদের সাথে দেখা করার জন্য প্রচুর মানুষ এসেছিলেন। বিমানবন্দর থেকে নীরজ বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরে উপস্থিত জনতা। কোনোরকমে কষ্ট করে উপস্থিত জনতার ভিড় ঠেলে নীরাজকে বের করে আনা হয়। অবশ্য এঁদের সাথে দেশে ফিরেছেন রবি কুমার দাহিয়া, লভলিনা বড়গোহাঁই ও পুরুষ হকি টিম। এছাড়া আগেই দেশে ফিরে এসেছিলেন পিভি সিন্ধু এবং মীরাবাঈ চানু। পদাধিকারী প্রত্যেককে আজ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

চলতি বছরে টোকিও অলিম্পিক্সে ভারত মোট ৭ টি পদক নিয়ে দেশে ফিরেছে। এত সংখ্যক পদক ভারতের জন্য নতুন রেকর্ড। ৭ টির মধ্যে একটি সোনা, দুটি রূপো এবং ৪ টি ব্রোঞ্জ রয়েছে। জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া ভারতের জন্য সোনা এনেছে। পিভি সিন্ধু একটি রূপো ও ভারোত্তোলনে মীরাবাই চানু একটি রুপো জিতে নিয়েছে। ভারতীয় পুরুষ হকি দল, লভলিনা, বজরং পুনিয়া, রবি কুমার একটি করে ব্রোঞ্জ জিতেছেন।