মেসির মতই ক্লাব পরিবর্তন করবেন রোনাল্ডো? গুঞ্জনের মাঝে মুখ খুললেন CR7

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/08/2021   শেষ আপডেট: 18/08/2021 7:56 p.m.
instagram.com/cristiano

জুভেন্তাসের সঙ্গে এখনও এক বছরের চুক্তি বাকি রোনাল্ডোর

কিছুদিন আগেই দীর্ঘ ২১ বছরের যাত্রার অবসান ঘটিয়ে লিওনেল মেসি, ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদান করেন। বিপুল অর্থের বিনিময়ে প্যারিসের ওই ক্লাব আগামী দুই বছরের জন্য আর্জেন্টাইন মহাতারকাকে নিজেদের দলের জন্য কিনে নেন। তবে তখন থেকেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছিল আরেক ফুটবল বিশ্বের মহারথী কোন ক্লাবের হয়ে খেলবেন? ঠিকই ধরেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কথা হচ্ছে। গুঞ্জন উঠেছিল প্রিমিয়ার লিগের ক্লাবে ফিরবেন কি তিনি? জুভেন্তাসে (Juventus) তাঁকে দেখা যাবে কি? এই সমস্ত বিতর্কের মাঝে নিজের অবস্থান সম্বন্ধে মুখ খুললেন সিআর সেভেন।

আসলে বেশ কিছুদিন আগে রোনাল্ডোর মা ইঙ্গিত দিয়েছিলেন যে রোনাল্ডো পুরনো ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে যেতে পারেন। আবার ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি গায়ে চাপানোর জন্য গুঞ্জন উঠেছিল রোনাল্ডো দলবদল করছেন। আবার অনেকে বলছিলেন যে মেসির মতো রোনাল্ডোকেও কিনে নিতে চাইছে পিএসজি ক্লাব। কিন্তু সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, দলবদল নিয়ে যে সমস্যা আলোচনা চলছে তা একেবারেই পছন্দ না আমার। জুভেন্তাসের সঙ্গে এখনও এক বছরের চুক্তি বাকি। আর এখন থেকে কেন ক্লাব ছাড়া নিয়ে জলঘোলা হচ্ছে? এই ধরনের ঘটনা অত্যন্ত অসম্মানজনক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বলেন, "সকলেই জানে আমি আমার কাজ কতটা মনোযোগের সঙ্গে করি। ক্যারিয়ারের শুরু থেকেই কথা কম, কাজ বেশিতে আমি বিশ্বাসী। সম্প্রতি আমার দলবদল নিয়ে যা শুরু হয়েছে, তা ক্লাব, ফুটবলার এবং সকল স্টাফের জন্য অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক। আমার ভবিষ্যৎ মিডিয়ার দখলে রয়েছে। সমস্ত কিছু দেখেই আমি নীরবতা ভঙ্গ করেছি। আমার নাম নিয়ে এই খেলা আমার ভালো লাগছে না। নিজের খেলাতেই আমার ফোকাস থাকবে সারাজীবন।"