বেঙ্গালুরুর সঙ্গে গোলশূন্য ড্র, শেষ চারে পৌঁছানোর আশা প্রায় শেষ চেন্নাই এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/02/2021   শেষ আপডেট: 06/02/2021 5:13 a.m.
বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাই এফসি @facebook.com/IndianSuperLeague

কিন্তু গোলশূন্য ড্র করার ফলে চেন্নাই রয়ে গেল সেই অষ্টম স্থানে। আর বেঙ্গালুরু পৌঁছে গেল ষষ্ঠ স্থানে

বেঙ্গালুরু এফসির সঙ্গে গোলশূন্য ড্র করার পরে চেন্নাই এফসি শেষ চারে পৌঁছানোর আসা বেশ কিছুটা কমে গেল। সেদিনকার ম্যাচে ফাতোর্দা স্টেডিয়ামে নিজের গোল কিপিং এ জাদু দেখালেন বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ইস্টবেঙ্গল এর সঙ্গে জয়লাভ করার পরে বেঙ্গালুরু এফসি বেশ কিছুটা এনার্জি নিয়ে খেলতে নেমেছিল। তার সঙ্গে এদিন বেশ ভাল ফর্মে ছিলেন তাদের গোলরক্ষক গুরপ্রীত সিং সন্ধু। ফলে এদিনকার ম্যাচে ফেভারিট ছিল বেঙ্গালুরু এফসি। তবে ম্যাচের প্রথম দিক থেকেই আক্রমণে উঠতে শুরু করে চেন্নাই এফসি। তাদের একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকেন গুরপ্রীত। অন্যদিকে চেন্নাইয়ের ডিফেন্স ছিল যথেষ্ট ভালো। সুনীল ছেত্রী দের চেন্নাইয়ের গোল লাইনে পৌছাতে বেশ কিছুটা সমস্যা হচ্ছিল।

তবে ম্যাচের মাঝামাঝি নাগাদ একটা দুর্দান্ত সুযোগ তৈরি করেছিলেন চেন্নাই এফসি খেলোয়াড়রা। তবে গুরপ্রীত তার দক্ষতার মাধ্যমে এই বল বাঁচিয়ে ফেলতে সক্ষম হন। এটা ছিল চেন্নাইয়ের কাছে সবথেকে বড় সুযোগ এই ম্যাচের। খেলার দ্বিতীয়ার্ধে চেন্নাই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। সেট পিস থেকে বেশ কয়েক বার শর্ট পৌঁছায় বেঙ্গালুরুর গোলপোস্টে। কিন্তু গুরপ্রীত সেই সমস্ত আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন। তবে বেঙ্গালুরু আজকের ম্যাচে তেমন কিছু সুযোগ পাইনি গোল করার। তবে আজকে ব্যাঙ্গালোর গোলকিপার গুরপ্রীত সবথেকে ভালো খেলেছেন বেঙ্গালুরু এফসির হয়ে। কিন্তু গোলশূন্য ড্র করার ফলে চেন্নাই রয়ে গেল সেই অষ্টম স্থানে। আর বেঙ্গালুরু পৌঁছে গেল ষষ্ঠ স্থানে।