জয় শাহের হাত ধরে দুবাইতে উদ্বোধন হল টি-২০ বিশ্বকাপ ট্রফির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/09/2021   শেষ আপডেট: 02/09/2021 4:38 p.m.
উদ্বোধনে জয় শাহ্‌ https://twitter.com/JayShah

১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ মহাযুদ্ধ

সামনেই টি-২০ বিশ্বকাপ। তাঁর আগেই দুবাইতে হয়ে গেল ট্রফির উদ্বোধন। বৃহস্পতিবার ট্রফির উদ্বোধন করলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ্। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সাথে ছিলেন আরব আমিরশাহির যুব এবং সংস্কৃতি মন্ত্রী শেখ নাহায়ান মুবারক আল নাহায়ান, খালিদ আল জারুনি এবং আইসিসির একাধিক অধিকর্তা। সম্প্রতি একটি টুইট করে ট্রফি উদ্বোধনের খবর প্রকাশ করলেন তিনি।

প্রাথমিকভাবে ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-২০ মহাযুদ্ধের। কিন্তু করোনা অতিমারির জেরে বিসিসিআই এবং আইসিসিকে একপ্রকার বাধ্য হয়েই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যেতে হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে। আপাতত এই দুটি দেশই পরিচালনা করবে এবারের বিশ্বকাপ।

আগামী মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা টি-২০ বিশ্বকাপের। চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত। ১৬ টি দেশ অংশগ্রহন করছে এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে। তার উপর এবারে একই গ্রুপে ভারত, পাকিস্তান। ২৪ তারিখ তাদের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যে ক্রমশই চড়ছে, তা বলাই বাহুল্য।