অবৈধভাবে চাকরির খোঁজে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিল যুবক, অবশেষে নিজেই ধরা দিল লালবাজারে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/04/2021   শেষ আপডেট: 03/04/2021 9:50 p.m.
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in

চাকরির খোঁজে রুবেল নামক যুবক কলকাতায় এসেছিল

চাকরির খোঁজে বাংলাদেশ থেকে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছিল এই যুবক। কিন্তু তার টাকা শেষ হয়ে যাওয়ায় তাকে বাধ্য হয়ে কলকাতা পুলিশের শরণাপন্ন হতে হয়। হ্যাঁ এমনটাই আজব ঘটনা ঘটেছে আজ সকালে লালবাজারে। আজ অর্থাৎ শনিবার সকালে লালবাজার পুলিশ স্টেশনের সামনে ওই যুবক গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং বেশ কিছুক্ষণ পর সে লালবাজার পুলিশের কর্মরত গেটকিপারকে সাহায্য চেয়ে বসে। সে স্পষ্ট কলকাতা পুলিশকে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করে। পরে পুলিশ জানতে পারে ওই যুবক দালালের সাহায্য নিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডার পার করে বেআইনিভাবে কলকাতায় চাকরির খোঁজে আসে। পরবর্তী সময় যেমন চাকরি পায়নি, ঠিক তেমন তার সঞ্চিত অর্থ শেষ হয়ে যায়। তাই সে এবার বাধ্য হয়ে বাংলাদেশে ফিরতে চায়।

লালবাজার পুলিশ সূত্রে জানা গেছে যে ওই যুবকের নাম রুবেল। সে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসে। পুলিশ ওই যুবকের কথা শুনেই তাকে গারদে পুরেছে। ওই যুবক প্রায় দেড় মাস ধরে কলকাতায় বৈধ নথি না নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার নথি দেখাতে না পারার জন্য সে কলকাতাতে চাকরি পায়নি।