চাকরি পাবেন কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলান্টিয়ারের নিকটজন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 6:49 p.m.
-

নতুন ঘোষণা রাজ্য সরকারের

কর্মরত অবস্থায় মৃত্যু হলে পুলিশকর্মীর পরিবারের একজনকে চাকরি দেওয়ার নিয়ম আছে৷ করোনায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিজনও চাকরি পাচ্ছেন৷ এবার সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও একই নিয়ম করল রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এ পর্যন্ত রাজ্যে কর্মরত অবস্থায় মারা গেছেন মোট ৩৪৫ জন সিভিক ভলান্টিয়ার৷ বেশিরভাগেরই মৃত্যু হয়েছে পথ–দুর্ঘটনায়৷ এঁদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা ও ২১ জন গ্রামীণ সিভিক ভলান্টিয়ার৷ এঁদের প্রত্যেকের পরিবারের একজন সদস্য সিভিক ভলান্টিয়ারের চাকরি পাবেন৷

রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার প্রধানত ট্রাফিক পুলিশের কাজের চাপ কমাতে ও কর্মসংস্থান বাড়াতে সিভিক ভলান্টিয়ারের পদ সৃষ্টি করে৷ প্রথম দিকে দৈনিক ১৪১ টাকা করে পেলেও পরে বেতন বাড়ানোয় এঁরা মাসে ৯ হাজার টাকা করে পান৷ এবার সরকারের তরফে মিলল এই নতুন আশ্বাস৷