বিদ্যাসাগর সেতুতে ঘুড়ির মাঞ্জায় কাটল গলা, আশঙ্কাজনক হাওড়ার ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2021   শেষ আপডেট: 15/08/2021 9:06 p.m.

মাঞ্জা লেগে প্রায় ৬ ইঞ্চি গভীর ক্ষত হয়ে যায় ঐ ব্যবসায়ীর গলায়

বিশ্বকর্মা পুজার সময় এলেই শহরে আধিপত্য বাড়ে ঘুড়ির। আর ঘুড়ির সাথেই শহরে দাপট বাড়ে মাঞ্জা সুতোরও। রাস্তা থেকে ফ্লাইওভার, সর্বত্রই ছড়িয়ে থাকা এই মাঞ্জা সুতোয় আকছার ঘটে দুর্ঘটনা। যার কবলে সবচেয়ে বেশি পড়েন বাইক আরোহীরা। আবারো সেই একই দৃশ্যেরই সাক্ষী রইল রবিবারের শহর।

ঘটনার কেন্দ্রস্থল দ্বিতীয় হুগলী সেতু। সুত্রের খবর, এদিন হাওড়ার নন্দ ঘোষ রোডের বাসিন্দা বছর পঞ্চাশেকের মহম্মদ শাহাজাদা বাইকে চড়ে ব্যবসার কাজে চিতপুর যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় হুগলী সেতু পার করার সময়ই শাহাজাদার গলায় লেগে যায় ঘুড়ির মাঞ্জা। মাঞ্জা লেগে প্রায় ৬ ইঞ্চি গভীর ক্ষত হয়ে যায় ঐ ব্যবসায়ীর গলায়।

সেখান থেকে আহত শাহাজাদকে প্রথমে নিয়ে যাওয়া হয় জৈন হাসপাতালে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই ঐ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।