করোনার মাঝে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের, চালু "অক্সিজেন অন হুইল" বাস পরিষেবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2021   শেষ আপডেট: 18/05/2021 5:04 p.m.

কলকাতার পাঁচটি হাসপাতালে এই পরিষেবা চালু হচ্ছে

করোনা (Corona) সংক্রমণের বাড়বাড়ন্তে রীতিমতো সংকটে গোটা দেশবাসী। বাংলাতে সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এখনও প্রতিমুহূর্তে করোনা রোগীদের হাসপাতলে আনাগোনা লেগে আছে। তবে রাজ্য সরকার (State Government) গতকাল করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালের বাইরে দরকার পড়লে অক্সিজেন দেওয়ার জন্য একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে "অক্সিজেন অন হুইল" বাস পরিষেবা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন সভাঘরে এই পরিষেবা উদ্বোধন করেন।

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "কলকাতায় মোট পাঁচটি হাসপাতালে এই পরিষেবা চালু করা হয়েছে। আসলে রাজ্যে হাসপাতাল বা নার্সিংহোমে পর্যাপ্ত অক্সিজেন থাকলেও মাঝেমাঝেই অভিযোগ করছে যে হাসপাতালে ভর্তি হওয়ার আগে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার সময় অনেকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তাই হাসপাতালের বাইরে প্রয়োজনে রোগীদের অক্সিজেন দেওয়া যেতে পারে এই অক্সিজেন অন হুইল বাস পরিষেবার মাধ্যমে।" কলকাতার নীলরতন সরকার, আরজিকর হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, চিত্তরঞ্জন হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজে এই পরিষেবা শুরু করা হয়েছে। এছাড়াও গতকাল পাঁচটি হাসপাতালে অক্সিজেন যুক্ত ১০ টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে।