আগামিকাল ছুটি মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, জানালেন দেবী শেট্টি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 4:50 p.m.
-

২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আসেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি। চেক আপের পরেই চলে মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা। আর তারপরেই আসে খুশির খবর।

"আগামিকাল (বুধবার) হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একদম ফিট আছেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন" আজ উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে চেক আপ করে, এমনই বার্তা দিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি।

এর সাথে সাথেই সকলের উদ্দেশ্যে দেবী শেট্টি বলেন, "১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত। তাই সবাই বছরে একবার করে মেডিক্যাল চেক-আপ শুরু করে দিন।"

এর সাথেই উডল্যান্ডস হাসপাতালের এবং কলকাতার চিকিৎসকদেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।