পদ্মা সেতু দেখে যাওয়ার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে, চিঠি দিল হাসিনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/07/2022   শেষ আপডেট: 19/07/2022 7:39 p.m.
শেখ হাসিনা By Prime Minister's Office - Derivative (Cropped by Ctg4Rahat), OGL v1.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=38409118

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের পদ্মা সেতু দেখার জন্য এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলেই মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্রে উল্লেখ, "আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।"

উল্লেখ্য, দু’বছর আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট উপলক্ষ্যে ভারতে এসেছিলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য শেখ হাসিনা-মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আম দেওয়া নেওয়াও হয়েছিল। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী যেতে পারেন বাংলাদেশে।

আমন্ত্রণ পত্র শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন, "পদ্মা সেতু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।"