প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/02/2022   শেষ আপডেট: 16/02/2022 5:47 a.m.
facebook.com/sandhya.mukhopadhyay

শোকের ছায়া সর্বত্র

প্রয়াত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ । শোকের ছায়া সর্বত্র। হাসপাতালে পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরা। খবর গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। গীতশ্রীর প্রয়াণে শোকাস্তব্ধ সংগীত মহল। বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর কন্ঠের জাদুতে মজে কয়েক প্রজন্ম। ৫০ বছরেরও বেশি সময় নানা ভাষার ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। সব কিছুর মায়া ত্যাগ করে চলে গেলেন বাংলার প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, হাসপাতালে ভর্তির পর স্থিতিশীল ছিল তাঁর শারীরিক অবস্থা। তবে আজ সকালেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। খবর মেলে, দ্রুত তাঁর রক্তচাপ মাত্রা নামছে। শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা। রক্তচাপ নিম্নমুখী হতেই তাঁকে ভেসোপ্রেসর সাপোর্টে রাখা হয়েছিল সকালেই। তবুও মেলেনি সুরাহা। অবশেষে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের আইসিইউ বিভাগে। হাসপাতাল সূত্রের খবর, পর্যবেক্ষণের জন্যই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এবং পেটে ব্যাথার জন্যও চিকিৎসা চলছে। তবে চিকিৎসা সম্পন্ন না হতেই, এতদিনের সমস্ত লড়াই শেষ করে পরলোক গমন করলেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়।