দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা 'নতুন তৃণমূল'-এর কথা, শুধু জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/08/2022   শেষ আপডেট: 17/08/2022 9:22 a.m.
https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial

যদিও তৃণমূল গোটা বিষয়টিকে বিশেষ একটা গুরুত্ব দিতে নারাজ

গোটা দক্ষিণ কলকাতা (South Kolkata) জুড়ে দেখা মিলল অদ্ভুত রহস্যময় হোর্ডিংয়ের। আর এই বিশাল বড় হোর্ডিং-এ তৃণমূল কংগ্রেসের জায়গায় রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। তৃণমূলের নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নেই এই হোর্ডিংয়ের উপর। তাহলে কি তৃণমূল ভাঙতে চলেছে? পশ্চিমবঙ্গে কি তবে দেখা মিলবে নতুন এক তৃণমূল কংগ্রেসের, যার সর্বময় কর্তা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদিও এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের কবিতা ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে?

ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন সিবিআই হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লাগাতার কটাক্ষ করতে শুরু করেছে। আর এই অবস্থাতেই দক্ষিণ কলকাতার হাজরা এবং রাসবিহারী এলাকায় দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই হোডিংয়ের। অভিষেকের ছবি দেওয়া এই বিশাল হোর্ডিংয়ের মধ্যে লেখা রয়েছে, আগামি ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল কংগ্রেস, ঠিক যেমনটা সাধারণ মানুষ চায়।

তবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকে লাগানো আরেকটি এই ধরনের বড় হোর্ডিংয়ে যদিও লেখা রয়েছে, মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। তবে সেখানেও ছবি রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হোর্ডিংয়ে নতুন তৃণমূল শব্দবন্ধ। তবে, এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। বামফ্রন্টের আমলে শোনা যেত, বামফ্রন্টের বিকল্প - উন্নততর বামফ্রন্টের কথা। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই বিশাল বড় হোর্ডিংয়ে লেখা রয়েছে নতুন তৃণমূল। এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, গ্রামে পোস্টার পড়ে, যাত্রা পার্টি আসছে, অভিষেক আসছে। নতুন বোতলে পেশ করা হচ্ছে পুরনো মদ। তৃণমূলের নীতির কিছু পরিবর্তন কি হতে পারে? এটা পুরোটাই একটা লুটেরার পার্টি। শুধু এখন এইটা দেখা হচ্ছে, পিসির কন্ট্রোল হবে নাকি ভাইপো হবেন সর্বময় কর্তা?