বিজেপির প্রার্থী তালিকা পছন্দ নয় তাদেরই পুরনো কর্মীদের, বিক্ষোভে উত্তাল বিজেপির হেস্টিংস কার্যালয়
পাঁচলা ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ হয়
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিন আগে গেরুয়া শিবির তাদের প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল। তারপর গতকাল অর্থাৎ রবিবার বিজেপি আবারো তৃতীয় ও চতুর্থ দফার ভোটের ৬৩ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের ছায়া পড়ল আজকে বিজেপির কলকাতা সদর কার্যালয়ে। আজ অর্থাৎ সোমবার বিজেপির হেস্টিংসের অফিসের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায়। তারা দাবি করে যে পাঁচলা ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করতে হবে। এমনকি বিক্ষোভের জেরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি আরম্ভ হয়।
আসলে গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করায় জানা গেছে পাঁচলায় বিজেপির প্রার্থী হয়েছে মোহিত ঘাঁটি ও উদয়নারায়নপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুমিত রঞ্জন কাঁড়ার। আঞ্চলিক বিজেপি কর্মীরা তাদের প্রার্থী নিয়ে একদমই খুশি নয়। কারণ মোহিত কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তাকে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করায় স্বাভাবিকভাবেই পুরনো কর্মীদের ক্ষোভ ফেটে পড়েছে। পুরনো বিজেপি নেতা কর্মীরা জানিয়েছে, "মোহিত দেহ ব্যবসা চালান। মাত্র ১৫ দিন আগে সে বিজেপিতে যোগ দিয়েছে। শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই সে এবারে টিকিট পেয়েছে।" আর এই ঘটনার প্রতিবাদে আজকে হেস্টিংস কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে ৫০০ জনের বেশি বিজেপি নেতা কর্মী জড়ো হন এবং স্লোগান তুলে বিক্ষোভ শুরু করেন। এমনকি গেট ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করে তারা। পরে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়।