একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2021   শেষ আপডেট: 04/02/2021 12:14 p.m.

ভর্তুকিহীন গ্যাসের উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে বিরক্ত আমজনতা

ধীরে ধীরে মধ্যবিত্তের হাতের বাইরে চলে যেতে বসেছে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। আগামী মে মাস থেকে কেরোসিনের ওপর ভর্তুকি তুলে নেবে কেন্দ্রীয় সরকার, ঘোষিত হয়েছে ইতিমধ্যেই। আর এবার একধাক্কায় আরও একবার অনেকটা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এতদিন গ্যাস পাওয়া যেত ৭২০ টাকা ৫০ পয়সায়। একলাফে ২৫ টাকা বেড়ে এখন গ্যাসের দাম হল ৭৪৫ টাকা ৫০ পয়সা।

এর আগে ডিসেম্বরেই মাত্র তেরো দিনের ব্যবধানে দুবার ৫০ টাকা করে মোট ১০০ টাকা বৃদ্ধি পায় রান্নার গ্যাসের দাম। এখন আইওসি ( ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন) প্রতি মাসের শুরুর আগেই সে মাসের জন্য গ্যাসের দাম নির্ধারণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মে মাস থেকেই সরকারের ভর্তুকি পাচ্ছেননা অনেক গ্রাহক। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার জন্যই এই ভর্তুকি ক্রমহ্রাসমান। তবে একের পর বাজার দরের পাশাপাশি পেট্রোপণ্য ও অবশেষে রান্নার জ্বালানিতেও এভাবে মূল্য বৃদ্ধিতে স্বভাবতই বিক্ষুব্ধ আমজনতা।