নিউটাউনে এক বাইক আরোহীর থেঁতলানো দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি অন্য কারণ বাড়ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/05/2022   শেষ আপডেট: 01/05/2022 12:06 p.m.

শনিবার রাত তিনটে নাগাদ দেহটি উদ্ধার হয়েছে, ঘটনার তদন্তে পুলিশ

শনিবার গভীর রাতে নিউটাউনে (New Town) এক রক্তাক্ত বাইক আরোহীর দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে অনুমান, বাইক দুর্ঘটনার কারণে হয়তো এই আরোহীর মৃত্যু হয়েছে। যদিও বাইকে দুর্ঘটনার কোন চিহ্ন মেলেনি। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার রাত তিনটে নাগাদ নিউটাউনের নারকেলবাগানের কাছে এক রক্তাক্ত বাইক আরোহীর দেহ দেখতে পান স্থানীয় লোকজন। তড়িঘড়ি পুলিশে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাইক আরোহীর মাথাটা থেঁতলানো। সারা গায়ে আঘাতের চিহ্ন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল তাই নিয়ে ধন্ধে পুলিশ। অন্য কোথাও মৃত্যু হয়েছে কী না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। আরোহীর মাথায় হেলমেট ছিল কী না তা-ও খোঁজ নেওয়া চলছে।

এই বাইক আরোহীর পরিচয় পাওয়া গেছে। আরোহীর নাম রোহন ধঞ্চলিয়া। তিনি লেকটাউন বাঙুরের বাসিন্দা। স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে কিছুটা কিনারা হতে পারে, এমনটাই জানাচ্ছে পুলিশ।