ভার্চুয়াল মিটিংয়ে মোদীর সামনে গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2022   শেষ আপডেট: 08/01/2022 7:19 p.m.
মোদী মমতা twitter@narendramodi

রাজ্য সরকার ও গভর্নর জগদীপ ধনখড় এর মধ্যে কাদা ছোড়াছুড়ি অব্যাহত

শুক্রবার, চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ হসপিটালে এক ভার্চুয়াল মিটিং এ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মন্ত্রীর সামনে রাজ্যপালকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি ছিল পশ্চিমবঙ্গে কনসালট্যান্ট দের ল্যাটারাল এন্ট্রি নিয়ে একটি চিঠি লেখেন প্রধান মন্ত্রীর কাছে জগদীপ ধানখর।

রাজ্যপাল একটি টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কথাগুলির প্রতিবাদে জানান যে কথা গুলি মিথ্যে এবং মুখ্যমন্ত্রীর কথা গুলো মোটেই স্বভাব সিদ্ধ নয়।

একজন প্রাক্তন আমলা বলেছেন, ' যদি কেন্দ্রের UPSC তে আইএএস ও আইপিএস নিয়োগের ক্ষেত্রে ল্যাটেরাল নিয়োগ হতে পারে তবে রাজ্যে কেনো হবেনা।'

একজন উচ্চ আধিকারিক এও বলেছেন,' নিয়োগ ব্যাবস্থা আরো স্বচ্ছ হবে এবং যথা সময়ে রাজ্যপাল কে জানানো হবে নিয়োগ পদ্ধতি বিষয়ে।'

এছাড়া প্রধানমন্ত্রীর কাছে আরো অধিক কোভিড ভ্যাকসিন যোগানের জন্য আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।