"কথা দিলে, কথা রাখি", নন্দীগ্রামের প্রার্থী হয়ে মন্তব্য মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/03/2021   শেষ আপডেট: 05/03/2021 4:36 p.m.
মমতার প্রার্থী ঘোষণা facebook@AITC Official

মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

একুশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করতে বারংবার বৈঠকে বসছে। গত দু'দিন ধরে বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কি প্রার্থী হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? আজ অর্থাৎ শুক্রবার জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে তিনি এবার নন্দীগ্রামের হয় লড়বেন। তিনি এবার আর ভবানীপুরে প্রার্থী হচ্ছেন না। সেই জায়গাটা তিনি ছেড়ে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে বলেছেন, "আমি নন্দীগ্রামের হয়ে লড়ছি। কথা দিলে আমি কথা রাখি। যাদবপুরে প্রথম লড়াই শুরু করেছিলাম। তখন কেউ সেখানে দাঁড়াতে চাইনি। হাজরাতে মার খেয়েছিলাম আমি। তারপর দক্ষিণ কলকাতায় দাঁড়াতাম। ভবানীপুর কেন্দ্র থেকে দুবার নির্বাচন জিতেছি আমি। কিন্তু এবার আমি নন্দীগ্রামে দাঁড়াবো। তবে নির্বাচনে কোথায় দাঁড়ালাম সেটা বড় ব্যাপার নয়। সব দিকে নজর রাখব আমি।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন দাঁড়িয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়।

দেখে নিন তৃনমূল কংগ্রেসের একুশে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী লিস্টঃ