পঞ্চায়েত ভোটের আগে মুখোমুখি অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/12/2022   শেষ আপডেট: 17/12/2022 8:41 a.m.
-

উঠতে পারে গরুপাচার থেকে বিসএসের অতি সক্রিয়তার বিষয়ও

গতকাল রাতেই কলকাতা এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাত সাড়ে ৮টার পর তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। অমিত শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

সূত্রের খবর, শনিবার নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। কথা হবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা ছাড়াও মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বাস্থ্যসচিব এবং অন্য কর্তাদের থাকার কথা।

নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক পরে অমিত শাহ ও মমতার আলাদা বৈঠকও হতে পারে বলেও খবর। উঠতে পারে গরুপাচার থেকে বিসএসের অতি সক্রিয়তার বিষয়ও। মমতা সঙ্গে বৈঠক সেরে অমিত শাহের যাওয়ার কথা রয়েছে রাজারহাটের বিএসএফ ক্যাম্পে। সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন তিনি।