নির্বাচনের আগে মমতার মাস্টারস্ট্রোক! মাত্র ৫ টাকায় পাওয়া যাবে ডিম ভাত থালি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/02/2021   শেষ আপডেট: 13/02/2021 6:15 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

থালিতে ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি, ডাল ও ডিম

একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে খুশি করার জন্য বিভিন্ন প্রকল্পের শুরু করছে। কিছুদিন আগেই বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "মায়ের রান্নাঘর" এর উল্লেখ করেছিলেন। এবার বাজেট পেশের মাত্র ৭ দিনের মধ্যে কলকাতায় চালু হচ্ছে "মায়ের রান্নাঘর"। এতে মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ডিম ভাতের থালি। এখানে ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি, ডাল ও ডিম। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে স্বাধীনতার পর কলকাতায় এই প্রথম গরিবদের জন্য মাত্র পাঁচ টাকায় পেট ভরে আমিষ খাবারের জোগান দেওয়া হবে। আগামী সোমবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর মঙ্গলবার থেকে দুপুর ১ টা থেকে ২ টো অব্দি খাবার বন্টন করা হবে।

পুরসভার তরফে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দেবাশীষ কুমার জানিয়েছেন, "বরো এলাকার যে কোন নির্দিষ্ট একটি পয়েন্ট থেকে এই রান্না করা খাবারের থালি বিতরণ করা হবে। বছরে সিজিন অনুযায়ী আলাদা আলাদা সবজির তরকারি করা হবে।" এছাড়াও পুরসভা থেকে জানানো হয়েছে যে আপাতত শুরুর সময় মোট ১৬ টি বরোতে এই পরিষেবা শুরু করা হবে। তারপর পর্যায়ক্রমে মহানগরের ১৪৪ টি ওয়ার্ডে "মায়ের রান্নাঘর" চালু হবে।