বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদে ১২ ঘন্টার বনধ ডাকল বামেরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 6:20 p.m.
নবান্ন অভিযানে সিপিএম twitter@cpim_westbengal

আজকের সংঘর্ষে ২৫ জন হাসপাতলে ভর্তি বলে জানানো হয়েছে

আজ সকালে কলকাতা শহরতলীর ডোরিনা ক্রসিংয়ে বাম যুব ছাত্র সংগঠনের সাথে কলকাতা পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ উঠেছে পুলিশ ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। মহিলা পুলিশ ছাড়াই মহিলা আন্দোলনকারীদের মারধর করা হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ও জলকামানের ব্যবহার করা হয়। এবার কলকাতা পুলিশের এমন জঘন্য অত্যাচারের বিরুদ্ধে সরব হতে বাংলায় ১২ ঘন্টার বনধ ডেকেছে সিপিআইএম সহ বামপন্থী সংগঠনগুলি। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তী আজ বলেছেন, "বাম ছাত্র যুবরা একটা ন্যায্য দাবি নিয়ে নবান্নে যাচ্ছিল। তারা বলেছিল যাহাই নবান্ন তাই ছাপান্ন। তাদের কথা আজ প্রমান করে দিল কলকাতা পুলিশ। দিল্লিতে একদিকে পেরেক পুঁতে কৃষকদের আটকানো হচ্ছে আর ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছাত্র-যুবকদের ওপর লাঠিচার্জ করছে। আমি আশা করি নিজেদের পরিবারের ছাত্র-যুবকদের কথা ভেবে তৃণমূল সমর্থকরা এই বনধে অংশগ্রহণ করবে।" তিনি আরও জানিয়েছেন, "কলকাতা পুলিশের অকথ্য অত্যাচারে আজ ২৫ জন হাসপাতালে ভর্তি আছে। আর এর প্রতিবাদে ১২ ঘন্টার বনধ হবে বাংলায়।"