বড় সাফল্য পেল STF! ইএম বাইপাস থেকে বাজেয়াপ্ত প্রায় ২৬ কোটি টাকার মাদক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2021   শেষ আপডেট: 18/07/2021 4:19 p.m.

দুর্গাপুরের বাসিন্দা তাপস রায়কে মাদক পাচারের অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে

মাদক পাচারকারীদের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। দুর্গাপুরের (Durgapur) মাদক কারবারির পর্দাফাঁস করে কলকাতার ইএম বাইপাস (EM Bypass) থেকে গতকাল অর্থাৎ শনিবার বিকেলে এসটিএফ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ২৫ কোটি ৮৮ লাখ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ দল গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার ইএম বাইপাস এলাকায় হানা দেয়। সেখানেই তদন্তকারীরা ৩৬ বছর বয়স্ক এক মাদক কারবারিকে পাকড়াও করে। ধৃত ব্যক্তির নাম তাপস রায়। সে দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা। এছাড়া বীরভূমের দুবরাজপুর থানা এলাকাতে তার আরেকটি বাড়ি রয়েছে। কলকাতা পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে ৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৮৮ লক্ষ টাকা। এছাড়াও ওই ব্যক্তির থেকে এটি দামি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে এসটিএফ।

গ্রেপ্তারের পর তদন্তকারী দল ধৃত ব্যক্তি তাপস রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঠিক কি কারণে ওই যুবক কলকাতায় এসেছিলেন বা কার কাছে মাদক পৌঁছে দিতেন সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা পরিস্থিতি উপেক্ষা করে পার্কস্ট্রিট ও মিন্টু পার্কের অভিজাত হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেই পার্টি থেকে পুলিশ মাদক পেয়েছিল। সেই সমস্ত হোটেলের পার্টিতে মাদকের সরবরাহ এই ধৃত ব্যক্তি করেছিল নাকি সেই সমস্ত তথ্য খতিয়ে দেখছে তদন্তকারীরা।