পামেলাকাণ্ডে নয়া মোড়! অজ্ঞাত পরিচয় মেল প্রেরক ধৃত সুইটির স্বামী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2021   শেষ আপডেট: 09/03/2021 9:14 p.m.
পামেলা গোস্বামী ছবি সংগৃহীত

অমৃতা সিং ওরফে সুইটি বিজেপি নেতা রাকেশ সিংকে মাদক পাচার করত

একুশে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির মাদককাণ্ডে অভিযুক্ত পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর তীব্র অস্বস্তিতে পড়েছে। ইতিমধ্যেই পামেলাকান্ডে নাম জড়িয়েছে বিজেপি নেতা রাকেশ সিং এর। তদন্ত করতে গিয়ে বারবার উঠে আসছে এই বিজেপি নেতার নাম। লালবাজার সূত্রে জানা গেছে, পামেলাকে গ্রেফতার করার ঠিক দুই দিন আগে সন্দীপ আগারওয়াল নামক এক ব্যক্তি কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ অফিসারকে একটি মেল পাঠায়। মেলে বলা হয়েছিল যে এবার এক মহিলাকে কোকেন পাচারের মিথ্যা অভিযোগে ফাঁসাতে চেষ্টা করছে বিজেপি নেতা রাকেশ সিং। তারপর পুলিশের খপ্পরে হাতেনাতে ধরা পড়ে পামেলা গোস্বামী ও তাকে জিজ্ঞাসাবাদ করলেও রাকেশ সিংয়ের নাম একাধিকবার উঠে আসে।

এরপর গত সোমবার রাতে পামেলাকান্ডের জট সমাধান করতে সল্টলেক থেকে কলকাতা পুলিশ অমৃতা সিং ওরফে সুইটিকে গ্রেফতার করে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর আবারও রাকেশ সিং এর নাম উঠে আসে। জানা গিয়েছে, এই সুইটির স্বামী ছিলেন মেল প্রেরক সন্দীপ আগরওয়াল। কিন্তু সুইটির সাথে রাকেশ সিংয়ের সম্পর্ক স্বামী-স্ত্রীর মধ্যে ব্যবধান সৃষ্টি করে। এই সুইটি শহরের বেশ কিছু নামজাদা নাইট ক্লাবে গিয়ে বিপুল টাকার মাদক সংগ্রহ করে রাকেশ সিংকে পাচার করত। এখন পুলিশ তদন্ত করছে যে এত বিপুল পরিমাণ মাদক নিয়ে রাকেশ সিং কি করত। এছাড়া শহরের নাইটক্লাবগুলিতে নিয়মিত নজরদারি চলবে বলে জানিয়েছে পুলিশ।