কলকাতা পুলিশের খপ্পরে জামতাড়া গ্যাং, এবার সাইবার অপরাধ কমবে বলে আশা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/02/2021   শেষ আপডেট: 06/02/2021 6:25 p.m.

কলকাতার ব্যবসায়ীর প্রতারণার ঘটনার তদন্ত করতে গিয়ে জামতাড়া গ্যাং এর ৫ জনকে গ্রেপ্তার করেছে

সাইবার ক্রিমিনাল দুঁদে কুখ্যাত জামতাড়া গ্যাং অবশেষে কলকাতা পুলিশের হাতে এল। শহরের এক ব্যবসায়ীর প্রতারণার ঘটনার তদন্ত করতে গিয়ে জামতাড়া গ্যাং এর ৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ। আসলে ঘটনার সূত্রপাত আগের বছর থেকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, জোড়াবাগানের বাসিন্দা প্রবীন কুমার নামক এক ব্যবসায়ী জামতাড়া গ্যাং এর খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছিলেন। তার কেওয়াইসি আপডেট করতে হবে বলে। ম্যাসেজ আসার কিছুক্ষণ বাদেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পেটিএম কর্মী হিসেবে তাকে ফোন করে এবং বলে তার পেটিএম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তারপর ওই ব্যক্তি ছলনার মাধ্যমে প্রবীন কুমারকে কুইক সাপোর্ট নামের একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপটি ডাউনলোড করলে তার কাছে একটি কোড যায় এবং ফোনটির সমস্ত নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। কিছুক্ষণ বাদেই ওই ব্যবসায়ী দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে ২.৮২ লাখ টাকা হাওয়া হয়ে গেছে।

প্রতারণার কথা ঐ ব্যবসায়ী জোড়াবাগান থানায় রিপোর্ট করে। ঘটনাটি তদন্ত করতে নামে লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। দীর্ঘদিন ওত পেতে থাকা পর অবশেষে ঝাড়খণ্ডের জামতাড়ায় হানা দিয়ে কলকাতা পুলিশ তপন দাস, বিধান দাস, রাজু দাস, রঞ্জিত দাস ও বুলেট দাস নামক ৫ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তার করার পর তাদের আদালতে পেশ করা হলে আগামী ১৯ ফেব্রুয়ারি অব্দি পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয় বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গ্যাং বহুবার মানুষের সাথে প্রতারণা করেছে। এটা গ্রেপ্তার হওয়ার পর সাইবার অপরাধীদের নেটওয়ার্কে একটা বড় ধ্বস নামতে পারে।